বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ০১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৮Abhijit Das
অতীশ সেন: বিন্নাগুড়িতে উলটপুরাণ! বাংলা আবাস যোজনায় ঘর বিতরণ নিয়ে বিজেপির তরফ থেকে স্বজনপোষণ-সহ তৃণমূলের বিরুদ্ধে হাজারো অভিযোগ তোলা হয়েছিল। এবার দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি তথা বিরোধী দলনেত্রী সুভদ্রা লোহারের মৃত স্বামীর নাম রয়েছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এছাড়াও তারঁ দুই ছেলে, এক ভাই এবং দুই বৌদির নামও রয়েছে প্রাপকদের তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে খবর, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী সুভদ্রার মৃত স্বামী ফেকু লোহারের নাম প্রাপকের তালিকায় রয়েছে। এর পাশাপাশি তাঁর দুই ছেলে রাজেশ লোহার ও রাজকুমার লোহার, সুভদ্রার ভাই হরিকুমার লোহার এবং তাঁর দুই ভাইয়ের স্ত্রী শিবানী লোহার ও খুশমি লোহারের নাম রয়েছে তালিকায়। এই ঘটনায় বিজেপিকে রাজনৈতিক ভাবে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না শাসকদল। তৃণমূলের বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ বলেন, "বাংলা আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা প্রকাশ হওয়ার পরে বিষয়টি জানতে পারি। বিরোধী দলনেত্রীর মৃত স্বামীর নামও ঘর প্রাপকদের তালিকায় রয়েছে। এমনটা কখনওই হওয়া উচিৎ নয়।" তিনি আরও বলেন, "একই পরিবারের ছয় জন ব্যাক্তির নাম কী করে আবাস যোজনার তালিকায় আসতে পারে এই বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। প্রশাসনের নজরে আনব বিষয়টি।" বিজয় আরও জানান,ওই এলাকায় এমন অনেক লোক বসবাস করছেন যাদের ঘর পাওয়া একান্ত প্রয়োজন। তাঁদের বঞ্চনার বিষয়টিও তিনি তুলে ধরবেন।
এই বিষয়ে সুভদ্রা বলেন, "প্রাপকের তালিকায় মৃত স্বামীর নাম রয়েছে এটা সত্য। তবে যখন এই তালিকা তৈরির জন্য সমীক্ষা হয়েছিল তখন স্বামী জীবিত ছিলেন এবং তিনি পঞ্চায়েত সদস্যা ছিলেন না।" তিনি আরও বলেন, "যে সমস্ত আত্মীয়দের নাম তালিকায় রয়েছে তাঁরা এক বাড়িতে থাকেন না। আলাদা থাকেন। ওঁনারাও গরিব, ঘর পাওয়ার প্রয়োজন রয়েছে।" বিডিওর কাছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেত্রী। তিনি জানান, তাঁর নিজের বাড়ির অবস্থাও ভালো না। বাড়ির চালের টিন ফুটো হয়ে জল পড়ে, কোনো রকম প্লাস্টিক টাঙিয়ে দিন চলছে। তা সত্বেও তার মৃত স্বামীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত অবেদন জানাবেন। যারা পুনরায় সমীক্ষা করতে এসেছিল তাঁদেরও তিনি লিখিত জানিয়েছেন। সুভদ্রার বৌদি শিবানী বলেন, "কেবল মাত্র পার্ট মেম্বারের সাথে আত্মীয়তা রয়েছে বলে তাঁরা ঘর পাওয়ার যোগ্য নন, এমনটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।"
বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন বলেন, "আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা আবারও যাচাই করা হচ্ছে। নিয়ম মেনে যাঁরা যোগ্য কেবলমাত্র তাঁরাই ঘর পাবেন।"
#BanglarAwasYojana#PMAY#Jalpaiguri#Dhupguri
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...
ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...
মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...
কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...
ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...